Saturday, 26 September 2015

WHAT IS BHARATNATYAM AND IT'S ORIGIN....

ভারতনাট্যম কি ?

ভারতের মার্গ নৃত্যধারার পূর্ণাঙ্গরূপে অভিব্যক্তি  ভারতনাট্যম। সাহিত্য ,সঙ্গীত ,নৃত্যকলা, স্থাপত্য ,চিত্রকলা,সংস্কৃতির বিভিন্ন অঙ্গের দ্বারা ভারতনাট্যম গঠিত। অন্যান্য মার্গ নৃত্যধারায় এই সম্পুর্ন্যতা নেই,সেইজন্য অন্যান্য নৃত্যধারা অপেখ্যা ভারতনাট্যম গতিশীল। ভারতীয় সংস্কৃতির ও শিল্পকলার ছন্দময় রূপ ভারতনাট্যম। গ্রহণ বর্জনের মধ্য দিয়ে ছন্দ ,লাস্যএর সমন্বয়ে ভারতনাট্যম তার শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রেখেছে। প্রেম,আনন্দ,সৌন্দর্য্য,প্রশান্তি এই ধারাগুলি ভারতনাট্যম এর ছন্দে ভাব বিভাবের দ্যোতনায় আধারিকৃত্। 

 ভাব,রাগ, ও তাল এই তিনের দ্বারা এই নৃত্যের সৃষ্টি। কেউ কেউ বলেন এই ভাব,রাগ ও তালের প্রথম তিনটি বর্ণ কেন্দ্র করেই ভারতনাট্যম নামের উদ্ব্ভব। তবে এ বিষয়ে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায় নি। 

কোথাকার নৃত্যধারা এই ভারতনাট্যম?

ভারতনাট্যম নৃত্যকলা সম্পর্কে একটি ভুল ধারণা ব্যাপক ভাবে প্রচলিত আছে।  এই নৃত্যকলা সম্পর্কে যাদের প্রকৃত ধারণা নেই তারা অনেকেই ভারতনাট্যমকে দক্ষিন ভারতের আঞ্চলিক নৃত্যধারা বলে মনে করেন। এই ধারণা সম্পুর্ন্য ভুল। পরবর্তীকালে আঞ্চলিকতা সন্কির্ণতাবোধ থেকে এটি প্রচারিত হয়েছে। আসলে ভারতনাট্যম নৃত্যধারা শুধু নয়,একটি পূর্ণাঙ্গ শাস্ত্রীয় নৃত্য যা অন্যান্য মার্গ নৃত্যধারাতেও অনুসরণ করা হয়ে থাকে। ইতিহাসের পরিপ্রেক্ষিতে বিচার করলে বোঝা যাবে যে এই শাস্ত্রীয় নৃত্যধারা প্রাচীন কাল থেকেই কেবলমাত্র দক্ষিন ভারতে নয়,সমগ্র ভেসে প্রচলিত ছিল। অবশ্য একথা সত্যি যে দক্ষিন ভারতে এর প্রচার ও অনুশীলন বেশি হয়েছে।এর অন্যতম কারণ উত্তর ভারতে দীর্ঘকাল ধরে রাষ্ট্রকলহ ,মুসলমান আক্রমন ও পাঁচ শতাব্দী ব্যাপী মুসলমান রাজত্বকালে উত্তর ভারতে এই ধর্ম ভিত্তিক নৃত্যকলার বিকাশ অব্যাহত থাকে। পরবর্তীকালে কিছু কিছু আঞ্চলিক নৃত্যধারা এই ভারতনাট্যম নৃত্যধারার অন্তর্ভুক্ত হয়। 



Monday, 21 September 2015

BASIC INFORMATION ABOUT BHARATANATYAM

এই বিশ্বের প্রতিটি দেশের প্রতিটি জাতিকে নির্দিষ্ট  কিছু মৌলিক বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করা হয়।ভারতের সঙ্গেও সন্দেহাতীতভাবে আকর্ষণীয়ভাবে যুক্ত কিছু কলা আছে। অতীতে ভারতে যেহেতু আর্য দের  বসবাস  ছিল তাই এই দেশের লোক সংকৃতির  সঙ্গে হিন্দু ধর্ম এবং পৌরানিক ভারতের অনেক মিল পাওয়া যায়। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে প্রাচীন ভারতে ধর্ম একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল শুধু তাই নয় উপাসনা মাধ্যম ও পড়াশুনার ও অঙ্গ ছিল। নাট্যাম , বেদ্যাম , এবং গিতাম ছিল  'মোকশা' বা আধ্যাত্মিক পরিত্রাণের লব্ধি বা একমাত্র পথ ছিল। এটা থেকেই  আমাদের দেশের  নৃত্য উৎপত্তির  ঐশ্বরিক কারণ বলে ধরা হয়। নৃত্য পবিত্র আর্ট ব্রহ্মা দেবতাদের হিন্দু ট্রিনিটি মধ্যে সৃষ্টিকর্তা বা  মানসপুত্র বলে ধরা হয়। শব্দটি 'নৃত্য' সংস্কৃত 'নাট্য' বা নাটক আরো একটি  উপযুক্ত সমতুল্য ভাবে আমাদের দেশে ব্যবহার করা হয় এবং ব্যবহার করা হয় সঙ্গীত। ভারতীয় শিল্পকলার এই তিনটি ঘনিষ্ঠভাবে সম্পর্কিত হয় এবং সম্পূর্ণরূপে একে অপরের থেকে আলদা হতে পারে না। 
ভারতে সব ক্লাসিক্যাল ড্যান্সের 'নাট্য শাস্ত্র ' পাওয়া যায়। সবসময় বিভিন্ন কলা বা শিল্প প্রভাবিত হয় নানারকম স্থানীয় এবং সামাজিক কারণের জন্য। বিভিন্ন অঞ্চলে নৃত্য বিভিন্ন বর্ণের উপরনির্ভরশীল উদাহরণস্বরূপ, উত্তর 'কত্থক' নৃত্য সাধারণত রয়্যালটি আদালতে  অনুষ্ঠিত হয়। বার বার আক্রমণ, রাজনৈতিক ও ধর্মীয় উত্থান দূরে মন্দির থেকে শিল্পকে সুরক্ষিত রাখা। এই ঘন রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন করে তুলনামূলকভাবে অপ্রভাবিত ছিল এবং পরে আদালতে পারফরমেন্স এছাড়াও কারণে রাজকীয় পৃষ্ঠপোষকতা করতে প্রচলিত হয়ে ওঠে যদিও এত জনপ্রিয় শাস্ত্রীয় নৃত্যকলা  'ভারতনাট্যাম', মূলত মন্দিরে অনুষ্ঠিত হওয়ার রেওয়াজ ছিল। 
যেমন উপরে উল্লেখিত হিসাবে বিশেষ করে তামিলনাড়ুর বা দক্ষিণ ভারতেই বেশি করে চোখে পরে এই  সাংস্কৃতিক ঐতিহ্য বা ভারতনাট্যম।
 ভরত মুনির নাম থেকেই ভারত নামটি এসেছে বলা হলেও  বেদান্ত দেশিকার দ্বারা প্রচারিত চিন্তার আরেকটি শব্দ 'ভরত' যা বিশ্লেষণ করলে হয় যথাক্রমে 'ভা' হলো ভাবা বা মুখের অভিব্যক্তি বা অভিনয় , 'রা' হলো রাগ,এবং 'ত' এর মানে হলো তাল বা ছন্দ। এই তিনটি অবশ্যই ভারতনাট্যম অপরিহার্য দিক গঠন এবং তাদের গুরুত্ব সংক্রান্ত কোন বিরোধ থাকতে পারে না। 
একটি নর্তকী আবেগ চিত্রিত এবং তিনি শিল্পর মাধ্যমে ধারনা প্রকাশ করছেন। স্বাভাবিকভাবেই অভিনয়ের মুখের অভিব্যক্তি যদি বর্জিত কোন ওজন বহন করে তাহলে  'তালা' বা তাল, সব নৃত্যর সবচেয়ে গুরত্বপূর্ণ অংশ। এটা শৈল্পিক উপস্থাপনা প্রেরণা জন্য 'তাল' একটি গুরুত্যপূর্ণ অংশ যা ছাড়া একটি নর্তকী, কোন নৃত্য সম্পাদন করতে পারবেন না।