Saturday, 26 September 2015

WHAT IS BHARATNATYAM AND IT'S ORIGIN....

ভারতনাট্যম কি ?

ভারতের মার্গ নৃত্যধারার পূর্ণাঙ্গরূপে অভিব্যক্তি  ভারতনাট্যম। সাহিত্য ,সঙ্গীত ,নৃত্যকলা, স্থাপত্য ,চিত্রকলা,সংস্কৃতির বিভিন্ন অঙ্গের দ্বারা ভারতনাট্যম গঠিত। অন্যান্য মার্গ নৃত্যধারায় এই সম্পুর্ন্যতা নেই,সেইজন্য অন্যান্য নৃত্যধারা অপেখ্যা ভারতনাট্যম গতিশীল। ভারতীয় সংস্কৃতির ও শিল্পকলার ছন্দময় রূপ ভারতনাট্যম। গ্রহণ বর্জনের মধ্য দিয়ে ছন্দ ,লাস্যএর সমন্বয়ে ভারতনাট্যম তার শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রেখেছে। প্রেম,আনন্দ,সৌন্দর্য্য,প্রশান্তি এই ধারাগুলি ভারতনাট্যম এর ছন্দে ভাব বিভাবের দ্যোতনায় আধারিকৃত্। 

 ভাব,রাগ, ও তাল এই তিনের দ্বারা এই নৃত্যের সৃষ্টি। কেউ কেউ বলেন এই ভাব,রাগ ও তালের প্রথম তিনটি বর্ণ কেন্দ্র করেই ভারতনাট্যম নামের উদ্ব্ভব। তবে এ বিষয়ে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায় নি। 

কোথাকার নৃত্যধারা এই ভারতনাট্যম?

ভারতনাট্যম নৃত্যকলা সম্পর্কে একটি ভুল ধারণা ব্যাপক ভাবে প্রচলিত আছে।  এই নৃত্যকলা সম্পর্কে যাদের প্রকৃত ধারণা নেই তারা অনেকেই ভারতনাট্যমকে দক্ষিন ভারতের আঞ্চলিক নৃত্যধারা বলে মনে করেন। এই ধারণা সম্পুর্ন্য ভুল। পরবর্তীকালে আঞ্চলিকতা সন্কির্ণতাবোধ থেকে এটি প্রচারিত হয়েছে। আসলে ভারতনাট্যম নৃত্যধারা শুধু নয়,একটি পূর্ণাঙ্গ শাস্ত্রীয় নৃত্য যা অন্যান্য মার্গ নৃত্যধারাতেও অনুসরণ করা হয়ে থাকে। ইতিহাসের পরিপ্রেক্ষিতে বিচার করলে বোঝা যাবে যে এই শাস্ত্রীয় নৃত্যধারা প্রাচীন কাল থেকেই কেবলমাত্র দক্ষিন ভারতে নয়,সমগ্র ভেসে প্রচলিত ছিল। অবশ্য একথা সত্যি যে দক্ষিন ভারতে এর প্রচার ও অনুশীলন বেশি হয়েছে।এর অন্যতম কারণ উত্তর ভারতে দীর্ঘকাল ধরে রাষ্ট্রকলহ ,মুসলমান আক্রমন ও পাঁচ শতাব্দী ব্যাপী মুসলমান রাজত্বকালে উত্তর ভারতে এই ধর্ম ভিত্তিক নৃত্যকলার বিকাশ অব্যাহত থাকে। পরবর্তীকালে কিছু কিছু আঞ্চলিক নৃত্যধারা এই ভারতনাট্যম নৃত্যধারার অন্তর্ভুক্ত হয়। 



No comments:

Post a Comment